Tuesday 17 December 2013

আপনার মোবাইল এর কিছু Secret কোড এবং Setting কোড।

আমাদের মোবাইল এমন অনেক তথ্য থাকে যা সাধারণত আমরা দেখতে পারি না। কিন্তু কিছু কোড ব্যবহার করে আমরা ঐ তথ্য গুলো খুব সহজে দেখতে পারব। তাই আজকে আমি আপনাদের কে মোবাইল এর কিছু কোড এবং তাদের ব্যবহার দেখাব।

নোকিয়া কোয়ালিটিঃ

*#06# IMEI নম্বর এর জন্য। যদি সপ্তম এবং অষ্টম ডিজিট 00=ভালো এবং অরজিনিয়াল
01 এবং 10 = ভালো
02 এবং 20= ভালো না
08 এবং 80=খারাপ
13= খুব খারাপ

নোকিয়া মোবাইল এর হিডেন সেটিংস্ কোডঃ এই কোড গুলো নোকিয়া মোবাইল এর Secret কোড এবং এই কোড গুলো নোকিয়ার সব latest মোবাইল ফোনে এ সাপোর্ট করবে। এই কোড গুলো ব্যবহার করে আপনি মোবাইল এর হিডেন সব তথ্য জানতে পারবেন। কোড গুলো নিম্নরূপঃ

*#7780# মোবাইল এর সেটিংস্ পুনঃস্থাপন করতে
*#3283# সেট উৎপাদন তারিখ যাচাই করার জন্য
*#746025625# সিমলক বন্ধ করার.জন্য
*#67705646# অপারেটর লোগো মুছে ফেলার জন্য
*#73# গেমস খেলার স্কোর এবং ফোন টাইম
পুনঃস্থাপন করার জন্য
*#০০০০# মোবাইল এর সফটওয়্যার সংস্করণ দেখের জন্য
*#06# মোবাইল এর IMEI নাম্বার দেখার জন্য
*#92702689# মোবাইল এর ওয়ারেন্টি সংক্রান্ত (প্রস্তুত সিরিয়াল,ক্রয় তারিখ,মেরামত তারিখ) দেখার জন্য নোকিয়া ফোনের ডিসপ্লে নিয়ে মজা করুন
নিম্নের কোড গুলো দ্বারাঃ
১. *#5513#
২ .*#5514 #
৩. *#5512#
৪.* #5511#

চায়না মোবাইল এর হিডেন সেটিংস্ কোডঃ

*#110*01# COM Port সক্ষম করার জন্য
*#987*99# মোবাইল এর সেটিংস্ পুনঃস্থাপন করার জন্য
*#369# LCD Contract
*#800# মোবাইল এর সফটওয়্যার সংস্করণ দেখার জন্য
0000 চাইনা মোবাইল এর মাস্টের কোড

”‘Sony Ericsson এর গোপন কোডঃ”’

0# শেষ ডায়াল নাম্বার দেখার জন্য
*#06# মোবাইল এর IMEI নাম্বার দেখার জন্য
->*<-<-*<-* মোবাইল এর গোপন মেনু.দেখার জন্য
<**< মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে তথ্য
দেখার জন্য
<0 0 0 0> মোবাইল এর ভাষা পুনস্থাপণ করার জন্য
>*<<*<* মোবাইল এর সফটওয়্যার সংস্করণ দেখার জন্য
<0000> মোবাইল এর থিম পুনস্থাপণ করার জন্য

# মোবাইল এর সিম নাম্বার দেখার জন্য

**04*0000*0000*0000# সিম
ছাড়া মোবাইল এর সেটিংস্ এ কাজ করার জন্য
*#0000# মোবাইল এর ইংলিশ মেনু পুনস্থাপণ করার জন্য
904060+> মোবাইল এর সেটিংস্ পুনস্থাপণ করার জন্য
904093+ মেনু CDMA mode এ দেখার জন্য

”’MOTOROLLA মোবাইল এর হিডেন সেটিংস্ কোডঃ”’
*7 মোবাইল KEYS লক/আনলক করার জন্য
19980722 MOTOROLLA সেট আনলক
করতে মাস্টার KEY হিসেবে ব্যবহার করা হয়
*#06# মোবাইল এর IMEI নাম্বার দেখার
জন্য
*#403# সেট উৎপাদন তারিখ যাচাই করার
জন্য
*#301# KEY এর ফাংশন যাচাই করার জন্য
*#303# মোবাইল এর ভাষা পুনস্থাপণ করার
জন্য
*#300# মোবাইল এর সফটওয়্যার/
হার্ডওয়্যার সংস্করণ দেখার জন্য
*#311 # মোবাইল এর কোড পুনস্থাপণ করার জন্য
*#402# মোবাইল এর তীব্রতা হ্রাস করার জন্য
*#304# প্রকোশল মোড বন্ধ করার জন্য
*#304*19980722# প্রকোশল মোড চালু করার জন্য
*#0000# মোবাইল এর ভাষা পুনস্থাপন করার জন্য
1234 মোবাইল আনলক করার জন্য
32*279*1*0*8 মোবাইল এর মডেল জানার জন্য
#PROGRAM# মোবাইল এর ব্যানার
পরিবর্তন করার জন্য
##33284 DEBUG মোডে মোবাইল
চালানোর জন্য
#02#* মোবাইল এর সফটওয়্যার সংস্করণ
দেখার জন্য
*#42253646633# মোবাইল এ Com port সক্ষম করার জন্য
*#987*99# মোবাইল এর সেটিংস্ পুনস্থাপন করার জন্য
#32# সময় পুনস্থাপন করার জন্য
###119#1# মোবাইল এ EFR MODE
সক্ষম করার জন্য
###119#0# মোবাইল এ EFR MODE বন্ধ করার জন্য

MOTOROLLA মোবাইল এর গোপন
কোডঃ
31*118*1*0*0 মোবাইল আনলক করার
জন্য
32*279*1*0*8 মডেল জানার জন্য
18*0 পুনস্থাপন করার জন্য
18*1 সব মুছে ফেলার জন্য
32*116*1*0*0 ব্যবহারকারী
IPHONE এর গোপন সেটিংস্
কোডঃ
*#61# জবাব বিহীন কল সংখ্যা জানার জন্য
*#62# কল নাম্বার জানার জন্য
*#06# মোবাইল এর IMEI নাম্বার দেখার
জন্য
*777# প্রিপেইড আইফোনের অ্যাকাউন্ট
তথ্য দেখার জন্য
*225# পোস্টপেইড আইফোনের অ্যাকাউন্ট
তথ্য দেখার জন্য
*30001#12345#* মোবাইল এর ভিতর এর
সেটিংস্ দেখার জন্য
*#21# কল fowwarding enable/disable
করার জন্য
*646# পোস্টপেইড় মিনিট সংখ্যা দেখার জন্য
*#33# কন্ট্রোল বার দেখার জন্য

LG মোবাইল এর সেটিংস্ Secret কোডঃ
2945#*# মোবাইল এর মোডে টেস্ট করার
জন্য
2945*#01*# মোবাইল এর মেনু দেখার জন্য
*8375# মোবাইল এর সফটওয়্যার সস্করন
দেখার জন্য
*#06# মোবাইল এর IMEI নাম্বার দেখার
জন্য
2945#*700001# সিম লক মেনু দেখার জন্য
(LG 7010,7020)
277634#*# সেটিংস্ পুনস্থাপন করার জন্য
1945#*5101# সিম লক মেনু দেখার জন্য
(LG B1200)
2945#*5101# সিম লক মেনু দেখার জন্য
(LG 5200,510W)
2947# * সিম লক মেনু দেখার জন্য (LG
500,600)