Sunday 1 September 2013

ফ্রেন্ডস চলেন, কিভাবে ট্রাকে সওয়াব পাওয়া যায় তা জানি।।

" ফ্রেন্ডস  চলেন,  কিভাবে ট্রাকে ট্রাকে নেকি পাওয়া যায় তা জানি "
জ্যাস।
____________________
1. আপনি প্রতিদিন
রাতে ঘুমাতে যাবেন এটাই
স্বাভাবিক। কিন্তু যদি আপনি ডান
কাধে ঘুমান এবং শুধু এতটুকু
চিন্তা করেন যে, এটা রাসুলের(সঃ)
সুন্নত। তাহলে খুব সহজেই সারারাত
ইবাদত করার
এবং সহজে নেকি উর্পাজনের উপায়
পেয়ে গেলেন। যদিও পরে হয়ত
আপনি ঘুমের ভিতর বাম
কাধে বা অন্যভাবে ঘুমাবেন তবুও
আপনি নেকি পেতে থাকবেন ইনশা-আল্লাহ্।

2. আপনি প্রতিদিন হয়ত 1,2 বা 3 বার
দাত পরিস্কার করেন। পরিস্কার করার
সময় শুধু এতটুকু চিন্তা করুন এটা সুন্নত।
ইনশা-আল্লাহ্ আপনি সহজেই অনেক
নেকি হাসিল করতে পারবেন।

3. পানি আপনি সব সময় ডান হাত দিয়ে পান করেন। এখন
থেকে চিন্তা করবেন ডান
হাতে পানি পান করা সুন্নত। আর জেনে রাখুন রাসুল(সঃ) প্রিয় 1/2টি খাবারের
মধ্যে পানি একটি খাবার।

4. ঘরে প্রবেশের সময় ডান
পা দিয়ে প্রবেশ করুন।

5. আপনি দুধ খেতে পছন্দ করেন। দুধ খান আর মনে মনে চিন্তা করুন রাসুল
(সঃ) দুধ পছন্দ করতেন।

6. মধু খেতে কার না ভাল লাগে। রাসুল
(সঃ) মধু পছন্দ করতেন। আর মধু যা মৃত্যু
ব্যতিত সকল রোগের ঔষধ।

7. খেজুর, আঙ্গুর, ডালিম/বেদনা মজার
এইসব ফলগুলি রাসুল(সঃ) পছন্দ করতেন।

8. টয়লেটে আপনি প্রতিদিন যান। এখন
থেকে টয়লেটে প্রবেশের সময় বাম
পা দিয়ে প্রবেশ করুন। কারন এটাও
সুন্নত।

9. আপনি কম-বেশি প্রতিবেশির খোজ
খবর নিয়ে থাকেন। এখন
থেকে মনে রাখবেন এটা অনেক বড় নেক
আমল।

10. বন্ধুকে দাওয়াত দিয়ে হালাল
খাবার খাওয়ানো সুন্নত।

11. পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করুন। করান এটাও সুন্নত।

12. আপনি সব সময় বসে ছোট(এস্তেনজা)
কাজটা করে থাকেন এখন
থেকে মনে রাখবেন বসে ছোট
(এস্তেনজা)কাজ করা সুন্নত।

13. আপনি কারো কাছ
থেকে পাওনা টাকা নিয়ে তার
সামনে দাড়িঁয়ে গুনতে শুরু করেছেন,
তখন মনে মনে বলুন টাকা গুনে নেওয়া ও
দেওয়া সুন্নত।

14. নিজের মা-বাব, স্ত্রী-সন্তান,
ভাই-বোনদের জন্য উপহার কিনলেন।
উপহার দেওয়া সুন্নত।

15. ফকিরকে এক টাকা দান করলেন
এটাও সুন্নাহ।

16. আত্বীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক খুবই ভাল। তবে জেনে রাখুন,
আত্বীয় সম্পর্ক বিচ্ছেদ
কারী জান্নাতে প্রবেশ
করতে পারবে না।

নিঃসন্ধেহে আপনি রাসুলের অনেক প্রিয় উম্মত এবং প্রিয় বান্দা। আর এভাবেই আমরা খুব সহজেই অনেক
নেকি অর্জন করতে পারব।
যা আমাদেরকে জাহান্নাম
হতে রক্ষা করতে পারে(যদি আল্লাহ্ চান)।

আসলে আমাদের প্রতিটি কাজ
হওয়া উচিৎ আল্লাহর খুশির জন্যই।
কাউকে ভালবাসা বা ঘৃনা করা সবকিছুই
করতে হবে আল্লাহর জন্যই।

আমার জন্য দোয়া করবেন, সামনে পরিক্ষা।।

No comments:

Post a Comment