Friday, 30 August 2013

অন্তর থেকে ভাল কিছুর সূচনা ..

একটা ডিম বাইরের আঘাতে ভাঙলে ভেতরের
জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু ভেতরের
আঘাতে ভাঙলে সেখান থেকে নতুন একটি জীবনের
সূচনা ঘটে।

সুতরাং ভাল কিছুর সূচনা ভেতর থেকেই শুরু হয়।

তাই আমাদের উচিত ভেতরটাকে সাদা করা ।

সুতরাং অন্তরটাকে অহংকার ও কালিমা মুক্ত রাখা আমাদের একান্ত করনীয় দায়িত্ব।।
_▄▄_
(●_●)JãS™
╚═►

No comments:

Post a Comment